একটি স্প্যানিশ আইনি স্কুলের শিক্ষক সম্প্রতি ইন্টারনেটে নকল করার একটি জটিল কৌশল শেয়ার করেছেন। তার ছাত্রদের মধ্যেই একজন পরীক্ষায় নকল করার উদ্দেশ্যে এই কৌশলটি অনুসরন করেছিল। শৈল্পিকভাবে খোদাই করে এক ডজন কলমে নকল লিখে এনেছিলেন তিনি। মজার বিষয় হলো তিনি নিজেই একজন ক্রিমিনাল ল’র ছাত্র।
স্প্যানিশ ওই শিক্ষক অন্যান্য সহকর্মী শিক্ষকদের তার ছাত্রদের বুদ্ধি দেখানোর জন্য ছবিগুলো শেয়ার করেছিলেন। শেয়ার করে শুধুমাত্র টুইটারে ২৮০০০০ লাইক পেয়েছে তিনি। সেই সাথে কয়েক হাজার রিটুইটও পেয়েছে। টুইট করে অনেকে বলেছেন, তার এই ধৈর্য্য প্রশংসা পাওয়ার যোগ্য। আবার অনেকে বলেছেন, এতো কষ্ট করে কলমে খোদাই না করে সেই সময়টা পড়লে সে পাশ করে যেত।
ডি লুচি টুইট করে আরো জানান, বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য এমনভাবে নকল করার চেষ্টা করবে না। তারা এখন শুধু একটি ক্লিক করবে এবং তাৎক্ষণিকভাবে সব ঘটে যাবে। এতো কষ্ট করে কেউ নকল করতে যাবে না।
ওই ছাত্র নিজেই জানিয়েছেন, এ কৌশলটি শিল্পীরা ব্যবহার করেন থাকেন। এতে পেন্সিলের গ্রাফাইট লিড সরিয়ে সেখানে একটি সূঁচ বসানো হয়। তারপর কলমে খোদাই করে লেখা জলের মতো সহজ হয়ে যায়।