English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

কলমে খোদাই করে নকল আনলেন ক্রিমিনাল ল’য়ের ছাত্র!

- Advertisements -

একটি স্প্যানিশ আইনি স্কুলের শিক্ষক সম্প্রতি ইন্টারনেটে নকল করার একটি জটিল কৌশল শেয়ার করেছেন। তার ছাত্রদের মধ্যেই একজন পরীক্ষায় নকল করার উদ্দেশ্যে এই কৌশলটি অনুসরন করেছিল। শৈল্পিকভাবে খোদাই করে এক ডজন কলমে নকল লিখে এনেছিলেন তিনি। মজার বিষয় হলো তিনি নিজেই একজন ক্রিমিনাল ল’র ছাত্র।

একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। স্পেনের মালাগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়োলান্ডা ডি লুচি। তিনি সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন। স্কুলের ড্রয়ারগুলো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তার নজরে আসে কিছু কলম। যেগুলো তিনি এবং তার সহকর্মী বাজেয়াপ্ত করেছিলেন। কলমগুলোর সারা গায়ে খোদাই করে নকল লেখা।
কয়েক বছর আগে তার একজন ছাত্র এগারোটি কলমে সূক্ষ্মভাবে খোদাই করে পরীক্ষায় নকল নিয়ে এসেছিলেন।  নকল লিখে ছাত্রটি তার দক্ষতার প্রকাশ ঘটিয়ে ছিল। কারণ এতো দক্ষতার সাথে নকল করতে প্রচুর সময় এবং ধৈর্য্য প্রয়োজন। শিক্ষক ইয়োলান্ডা ডি লুচি তার ছাত্রের কাজের প্রশংসা করলেও, তাকে সেই বছর ফেল করিয়ে দিয়ে ছিলেন।

স্প্যানিশ ওই শিক্ষক অন্যান্য সহকর্মী শিক্ষকদের তার ছাত্রদের বুদ্ধি দেখানোর জন্য ছবিগুলো শেয়ার করেছিলেন। শেয়ার করে শুধুমাত্র টুইটারে ২৮০০০০ লাইক পেয়েছে তিনি। সেই সাথে কয়েক হাজার রিটুইটও পেয়েছে। টুইট করে অনেকে বলেছেন, তার এই ধৈর্য্য প্রশংসা পাওয়ার যোগ্য। আবার অনেকে বলেছেন, এতো কষ্ট করে কলমে খোদাই না করে সেই সময়টা পড়লে সে পাশ করে যেত।

ডি লুচি  টুইট করে আরো জানান, বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য এমনভাবে নকল করার চেষ্টা করবে না। তারা এখন শুধু একটি ক্লিক করবে এবং তাৎক্ষণিকভাবে সব ঘটে যাবে। এতো কষ্ট করে কেউ নকল করতে যাবে না।

ওই ছাত্র নিজেই জানিয়েছেন, এ কৌশলটি শিল্পীরা ব্যবহার করেন থাকেন। এতে পেন্সিলের গ্রাফাইট লিড সরিয়ে সেখানে একটি সূঁচ বসানো হয়। তারপর কলমে খোদাই করে লেখা জলের মতো সহজ হয়ে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন