বিয়ের মৌসুম চলছে। মহামারির এই আবহে করোনা বিধি মেনেই আয়োজন করা হচ্ছে বিয়ের সব অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে কনের খুব কাছাকাছি চলে যান ফটোগ্রাফার। এতে রেগে গিয়ে ওই ফটোগ্রাফারের গায়ে হাতও তুলেন বর।
ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের এমন মার খাওয়ার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। এরপর ছবি তুলতে তুলতেই হঠাৎ করে কনের অনেকটা কাছে চলে যান ওই ফটোগ্রাফার। যার কিছুক্ষণ পর আচমকাই বর ওই ফটোগ্রাফারকে পেছনে চড় মারেন, যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন তিনি। ,
ঘটনাটি কোথাকার? বা বর-কনে কিংবা ওই ফটোগ্রাফারের পরিচয় জানা যায়নি।