English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাওয়া গেলো ‘দানব’ আকৃতির ব্যাঙ

- Advertisements -

উত্তর অস্ট্রেলিয়ার রেইনফরেস্টে একটি বিশাল আকারের ব্যাঙ খুঁজে পেয়েছেন বনকর্মীরা। ব্যাঙটির আকার-আকৃতি এতটাই বড় যে বন্যপ্রাণী কর্মকর্তারা এটিকে প্রথমে নকল বলে মনে করেন। এই টোড প্রজাতির ব্যাঙটিকে ‘টোডজিলা’ বলা হয়।

কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ শুক্ৰবার (২০ জানুয়ারি) জানিয়েছে, বড় আকারের ব্যাঙটি সাধারণ ব্যাঙের থেকে ছয় গুণ বড় এবং এটির ওজন দুই কেজি সাতশ গ্রাম। বনকর্মীরা মনে করছেন এটি বিশ্বরেকর্ড ভাঙতে পারে।

১৯৩৫ সালে অস্ট্রেলিয়ায় প্রথম পাওয়া যায় এ ধরনের ব্যাঙ। এখন তাদের সংখ্যা ২০০ কোটির বেশি।

পার্ক রেঞ্জার কাইলি গ্রে কুইন্সল্যান্ডে টহল দেওয়ার সময় বিশাল উভচর প্রাণীটিকে প্রথম দেখতে পান। তিনি বলেন, ‘আমি কখনই এতো বড় ব্যাঙ দেখিনি। এটি দেখতে প্রায় একটি ফুটবলের মতো। আমরা এটিকে টোডজিলা বলে ডাকি।’ তার দল দ্রুত টোডজিলাকে ধরে ফেলে এবং জানতে পারে এটি স্ত্রী ব্যাঙ।

১৯৯১ সালে প্রিন্সেন নামে সুইডেনের একটি পোষা ব্যাঙের ওজন ছিল দুই কেজি ৬৫ গ্রাম। বৃহত্তম ব্যাঙ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে এটি।

গ্রে বলেছেন, দৈত্য আকারের ব্যাঙটি সম্ভবত পোকামাকড়, সরীসৃপ ও ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে থাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন