যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। ওই সময় হঠাৎ করে একদিন তাদের বাসার পিছনের গেট দিয়ে বের হয়ে যায় ২ বছর বয়সী তার পোষা কুকুর জিজমো। ৯ বছর পর ১৭ জুলাই তাকে পাওয়া যায়। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক সাক্ষাৎকারে মোনারেজ জানায়, ৯ বছরে যদিও অনেকটাই পাল্টে গেছে জিজমো। তবে নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গেই সে সাড়া দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
এই ৯ বছরে পাল্টে গেছেন মোনারেজও। এখন তিনি নিজের বাসায় থাকেন। বয়স হয়েছে ৩৭ বছর। ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে, শিক্ষকতা পেশা শুরু করেছেন।
কিন্তু যা কিছুই করেন না কেন, তিনি কখনোওই গিজমোকে খুঁজে বের করার চেষ্টা বন্ধ করেননি।
জানা গেছে, গিজমোকে অসুস্থ অবস্থায় খুঁজে পেয়েছিলেন এক মহিলা। তিনি তাকে শহরের পশু হাসপাতালে রেখে গেছেন। পশু চিকিৎসকরা গিজমোর মাইক্রোচিপ স্ক্যান করে নিশ্চিত হয়েছিলেন যে এটাই মোনারেজের পোষা কুকুর। তারপর তাকে ই-মেইল করেন তারা।
মেইল পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই পশু হাসপাতালে উপস্থিত হন মোনারেজ। এটিকে তিনি এক অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেছেন। গিজমোর বয়স এখন ১১ বছর। তবে সে অসুস্থ। তাকে এখন বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।