বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের অন্যতম ময়ূর। ময়ূরের নাচ কিংবা পেখম মেলার দৃশ্য মুগ্ধ করে যে-কাউকে। সেই ময়ূরকে নিজের হাতে খাইয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক নারী সবজি বিক্রেতা। হনুমান, কুকুর থেকে শুরু করে বেশ কিছু পাখিকেও দেখা গিয়েছে মানুষের হাত থেকে খাবার খেতে। কিন্তু ময়ূর মানুষের হাত থেকে খাবার খাচ্ছে এমন দৃশ্য বিরল!
ময়ূরকে নিজের হাতে খাওয়ানোর যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে সবজি বিক্রি করছেন এক নারী। যার হাতে রয়েছে পাখির দানা। পাশে দাঁড়িয়ে ময়ূর। হাত এগিয়ে দিয়েছেন ময়ূরের দিকে। ময়ূর সেখান থেকে দিব্য নির্দ্বিধায় খেয়ে চলেছে। এমন বিরল দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা।
অনেকেই মন্তব্য করেছেন ওই নারীর মন খুব বড়। টিঙ্কু ভেঙ্কটেশ নামের একজন টুইট করেছেন, ‘মনের দিক থেকে বড় খাঁটি ওই নারী সবজি বিক্রেতা। শিষ নাথ পান্ডে নামের অপর একজন লিখেছেন, প্রকৃতির সঙ্গে মানুষের এক অসাধারণ মেলবন্ধন।
ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের রাজস্থানের বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পরে, ভিডিওটি এখনো পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ দেখেছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
She is rich by heart ❤️ pic.twitter.com/q1bOLbdXO0
— Tinku | ಟಿಂಕು (Modi Ka Parivar) (@tweets_tinku) August 1, 2020