চিকিৎসকরা ‘ডেথ সার্টিফিকেট’ দিয়ে দেওয়ার পর পর অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল ৮০ বছরের এক বৃদ্ধের মরদেহ। শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় মাঝ রাস্তায়। ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকিতে জীবন ফিরে পেলেন সেই ব্যক্তি।
এই অলৌকিক ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। ঐ ব্যক্তির নাম দর্শন সিং ব্রার। তিনি হরিয়ানার কার্নালের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন স্থানীয় একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেটরে দেওয়া হয় তাকে, কিন্তু সাড়া মেলেনি। এরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমন দেখে পরিবারের সদস্যরা দর্শনকে দ্রুত রাওয়াল নামের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সত্যিই ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন। বর্তমানে দর্শন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।