প্রথম বিয়ের কথা চেপে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন এক যুবক। খবর পেয়ে বর আসার আগেই প্রথম স্ত্রী চার বছর বয়সী সন্তানকে নিয়ে কনের বাড়িতে হাজির হন। এদিকে বিয়ে করতে এসে প্রথম স্ত্রীকে কনের বাড়িতে দেখামাত্র চম্পট দেন বর। কিন্তু বিয়েতে আসা অতিথিরা তাকে ধরে গণপিটুনি দেন। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। দেশটির পুলিশ জানায়, ওই যুবকের পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন রীতিমতো ধুমধাম করেই।
এ ব্যাপারে প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলে প্রমাণ পাওয়ায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।