ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই বিশাল বড় হলুদ রঙের একটি ত্রিপল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক দল লোক। বাজনা বাজছে। তার মধ্যেই কয়েকজনকে আবার বৃষ্টিতে ভিজে ভিজেই নাচতে দেখা গেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, ভিডিওটি ভারতের মধ্যপ্রদেশের ইনদোরের। ত্রিপল মাথায় দিয়ে যারা তুমুল বৃষ্টির মধ্যে যাচ্ছিলেন তারা আসলে বরযাত্রী। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বরপক্ষের হয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার এমন দৃশ্য সহজে দেখা যায় না।
বৃষ্টি হচ্ছে বলে তার জন্য তো আর বিয়ে বন্ধ রাখা যায় না। তাই বৃষ্টি থেকে বাঁচতে বিশাল একটা ত্রিপল জোগাড় করেছিলেন বরের বাড়ির লোকেরা। আর সেই ত্রিপলের নীচে সবাই মিলে আশ্রয় নিলেন। তার পর সেই ত্রিপল মাথায় দিয়েই কনের বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।
শৈলেন্দ্র যাদব নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেছেন। এটি প্রকাশ্যেই আসতেই অনেকে বলেছেন, এটা কেবল ভারতেই সম্ভব।