আমেরিকার মিসৌরির সেন্ট লুইস চিড়িয়াখানায় ঘটেছে অদ্ভুত এক কান্ড। সেখানে পুরুষ সঙ্গীর সঙ্গে সঙ্গম ছাড়াই ৭টি ডিম পেড়েছে ৬২ বছরের বৃদ্ধ এক বল পাইথন। গত ১৫ বছর সে কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি। এই ঘটনার কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার পর অদ্ভুত এই ঘটনা নিয়ে চর্চা করছেন প্রাণীবিজ্ঞানীরা।
সেন্ট লুইসের সরীসৃপ বিশারদ মার্ক ওয়াননারের মতে, এই বয়সে বল পাইথনের ডিম দেওয়া অস্বাভাবিক ঘটনা। তিনি জানিয়েছেন, সাধারণত, ৪-৬ বছর বয়স থেকে ডিম দেওয়া শুরু করে বল পাইথন। তবে বয়স ৬০ হওয়ার আগেই তারা ডিম দেওয়া বন্ধ করে দেয়। মার্ক বলেছেন, ‘আমরা যত দূর জানি এই সাপটি সবচেয়ে বয়স্ক সাপ যে ডিম পাড়ল।’
তবে অস্বাভাবিক হলেও পুরুষ সঙ্গীর সংস্পর্শে না আসা সত্ত্বেও বল পাইথনের ডিম দেওয়ার ঘটনা বিরল নয় বলেই জানিয়েছেন তিনি। উৎপত্তিগত ভাবে এই বল পাইথন মধ্য ও পশ্চিম আফ্রিকার বাসিন্দা। যৌন জননের পাশাপাশি অযৌন জননও করে থাকে এরা। যাকে বলে ফ্যাকালটেটিভ পার্থেনোজেনেসিস। মার্ক জানিয়েছেন, স্ত্রী বল পাইথন ভবিষ্যতের নিষেকের জন্য বীর্য মজুত করেও রাখতে পারে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘যৌন না অযৌন— কী ধরনের জনন থেকে এই ডিম হয়েছে তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। ডিমগুলোর জেনেটিক পরীক্ষা করা হবে। আমরা পরীক্ষা করে দেখব ভবিষ্যতের জন্য এই পাইথনটি বীর্য মজুত করে রেখেছিল কি না। তার পরই এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।’
চিড়িয়াখানায় ঘটেছে অদ্ভুত এক কান্ড: পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই ডিম দিল ৬২ বছরের বৃদ্ধ পাইথন!
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন