বড়দিনে অনেকেই বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসেন। বছরের এই সময়টা মজার আনন্দে কাটাতে চেষ্টা করেন সকলেই। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে উপহার দেওয়া-নেওয়া। কিন্তু সেই উপহার যদি বিষাক্ত সাপ হয়, তখন কী হবে? অবাক করার মতো ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কুইন্সবার্গে। বড়দিন উপলক্ষে বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে এনেছিল এক পরিবার। কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি কি হতে চলেছে তাদের সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস ট্রির নিচে তারা একটি ব্ল্যাক মামবা সাপকে ঘোরাফেরা করতে দেখেন। সাপটি দেখে ওই পরিবারের সদস্যরা পেশাদার সাপ উদ্ধারকারী নিক ইভানসকে খবর দেন। পরে তিনি এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। এবং এ বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি সাপের ছবিটিও যুক্ত করে দেন।
পোস্টের ক্যাপশনে নিক ইভানস লিখেন, ‘সাপটি বাইরেরই কোনো একটি বাগানে ছিল। পরে হয়তো বাগানের মালীর তাড়া খেয়ে দৌঁড়াতে শুরু করে এবং দরজা খোলা দেখে এই ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরে সেখান থেকে ঘরের ছোট একটি তাকের ওপর রাখা ক্রিসমাস ট্রির ওপরে উঠে যায় এবং সেখান থেকে নেমে ট্রির নিচে ঘোরাঘুরি করতে থাকে। এর কিছুক্ষণ পর আমি যখন এখানে আসি তখন সাপটি গাছের পেছনে লুকিয়ে ছিল।’
নিক ইভানস সাপটি ভালোয় ভালোয় উদ্ধার করে নিয়ে যান। সাপটি কাউকে কাটেনি। নিক ইভানস ছবিটির ক্যাপশনে আরও লিখেছেন, ‘সবচেয়ে ভালো হতো সাপটি যদি আমার জন্য ক্রিসমাস ট্রির ওপর বসে অপেক্ষা করত। সেক্ষেত্রে দারুণ একটি ছবি তোলা যেত।’