কাগজের প্লেন বানিয়ে ছুড়ে মারার খেলা সবাই খেলে, কিন্তু গিনেস বুকে সবার নাম ওঠে না। এবার কাগজের প্লেন ছুড়ে সেটাই করেছেন তিন জন। দুজন দক্ষিণ কোরিয়ার, একজন মালয়েশিয়ার। প্লেন যিনি ছুড়েছেন তিনি কিম কিউ তাই। বিমানটির নকশা করেছেন মালয়েশিয়ার চি ই জিয়ান ও কাগজ ভাঁজ করার দায়িত্বে ছিলেন দক্ষিণ কোরিয়ার শিন মু জুন। কিমের ছোড়া বিমানটি যেতে পেরেছে ৭৭ দশমিক ১৩৪ মিটার তথা ২৫২ ফুট ৭ ইঞ্চি।
গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দায়েগু ইনডোর স্টেডিয়ামে পর পর ৮ বার প্লেন ছোড়েন তিনি। আগের রেকর্ড ছিল ৬৯ দশমিক ১৪ মিটারের। কিমের ৮ বারের মধ্যে দুবারই কাগজের প্লেনটি পৌঁছায় ৭১ মিটারের বেশি।
প্লেনটি বানাতে কিম ও তার দল ব্যবহার করেছেন ১০০ জিএসএম এর বেশ শক্তপোক্ত কাগজ। সামনে ৮০ মিটারের রেকর্ড ভাঙার জন্য কাজ শুরু করেছেন তারা।