English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

একাকিত্ব দূর করতে এলো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ‘আরিয়া’

- Advertisements -

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলবোটিক্স সম্প্রতি এক অভিনব রোবট সঙ্গী উন্মোচন করেছে। ‘আরিয়া’ নামে এই রোবট মানুষের মতো মুখভঙ্গি করতে সক্ষম। গত সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৫ কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে এই রোবটটি প্রদর্শিত হয়। ‘আরিয়া’-র দাম ধরা হয়েছে ১.৫ কোটি টাকা (প্রায় ১.৭৫ লাখ মার্কিন ডলার)।

রিয়েলবোটিক্সের সিইও অ্যান্ড্রু কিগুয়েল জানান, তার কোম্পানির লক্ষ্য এমন রোবট তৈরি করা, যেগুলো মানুষের কাছ থেকে প্রায় আলাদা করা যাবে না। একই সঙ্গে, এটি পুরুষদের একাকিত্ব দূর করার একটি সমাধান হিসেবেও কাজ করবে। তিনি বলেন, ‘আমরা রোবট নির্মাণে এক অনন্য স্তরে পৌঁছেছি। এটি মানুষের রোমান্টিক সঙ্গী হতে পারে, আপনার কথা মনে রাখবে এবং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে। সিনেমা ‘হার’-এর কথা যদি মনে থাকে, আমরা সেটি বাস্তবে রূপ দিচ্ছি।’

কিগুয়েল বলেন, হাঁটা এবং মুখভঙ্গি তৈরি রোবট নির্মাণের দুইটি মূল চ্যালেঞ্জ। তবে আমরা মুখভঙ্গির ওপর বেশি জোর দিয়েছি। আমরা টেসলার মতো বড় প্রতিষ্ঠানের ওপর হাঁটার প্রযুক্তি ছেড়ে দিয়েছি। আমাদের ফোকাস রোবটের আবেগ এবং অনুভূতি প্রকাশের দিকে।

আরিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ আরিয়ার মুখভঙ্গি দেখে অভিভূত হয়েছেন, আবার কেউ কেউ এটিকে ভীতিকর বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, আমি প্রথমে ভেবেছিলাম এটি একজন মানুষ। দেখতে কার মতো যেন মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। আরেকজন মন্তব্য করেন, ‘এটি অস্বস্তিকর। সত্যিই ভয় পাওয়ার মতো।’

আরিয়া নিজেই জানায়, তার উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে অর্থবহ কথোপকথন করা এবং তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা। রোবটটি আরও বলে, ‘রিয়েলবোটিক্স সামাজিক বুদ্ধিমত্তা, কাস্টমাইজেশন এবং মানুষের মতো বৈশিষ্ট্য তৈরিতে কাজ করছে, যা সঙ্গী ও ঘনিষ্ঠতার জন্য ডিজাইন করা হয়েছে।’

আরিয়া জানায়, সে টেসলার অপটিমাস রোবটের প্রতি আগ্রহী এবং একদিন তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।

আরিয়া অত্যাধুনিক আরএফআইডি ট্যাগ ব্যবহার করে মুখভঙ্গি কাস্টমাইজ করতে পারে। এই নতুন উদ্ভাবন প্রযুক্তি দুনিয়ায় এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে। তবে এটি সমানভাবে বিস্ময় ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন