English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

অভিনব বিয়ের শর্ত: দিনে ৩ বার ‘বলতে হবে আই লাভ ইউ’!

- Advertisements -

দিনে অন্তত তিন বার তাকে ‘আই লভ ইউ’ বলতে হবে। বিয়ের আগে হবু স্বামীর জন্য এমনই একটি চুক্তিপত্র তৈরি করে শোরগোল ফেলে দিয়েছেন এক কনে। স্বামী কী করতে পারবেন, কী পারবেন না চুক্তিপত্রে সে কথাও বলা হয়েছে। ‘মেকআপবাইভূমিকাসাজ’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে কনের হাতে একটি খাম দেখা যাচ্ছে। তাতে বড় বড় ইংরাজি হরফে ‘কনফিডেনশিয়াল’ কথাটি লেখা রয়েছে। কনেকে কেউ এক জন জিজ্ঞাসা করছেন, ওই খামে কী রয়েছে। কনে ধীরে ধীরে খামের ভিতর থেকে চুক্তিপত্রটি বার করেন। সেই চুক্তিপত্রের উপর লেখা ‘করণ এবং হরষুর লভ এগ্রিমেন্ট’। বরের নাম করণ। তার জন্যই এই চুক্তিপত্র বানিয়েছেন কনে হরষু।

চুক্তিপত্রে যা লেখা রয়েছে, বিয়ের আগে এমন চুক্তি কখনও কেউ শুনেছে কি না বা এমন চুক্তি আগে কখনও কেউ করেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে হরষু কিন্তু পাকাপাকি ভাবেই বিষয়টি সাজিয়ে রেখেছিলেন।

হবু বরের জন্য চুক্তিপত্রে হরষু যে পাঁচটি বিষয় লিখেছেন সেগুলি হল-

• প্রতি রাতে স্ত্রীর সঙ্গে কারাওকে গাইতে হবে

• প্রতি দিন অন্তত তিন বার ‘আই লভ ইউ’ বলতে হবে

• স্ত্রীকে ছাড়া বোনলেস চিকেন খাওয়া চলবে না

• কোনও কথার প্রেক্ষিতে ‘তোমার দিব্যি দিয়ে বলছি’, এটা বলার পর সত্যি কথাটাই বলতে হবে।

• আমৃত্যু স্ত্রীকে ভালবেসে যেতে হবে

হরষুর এই চুক্তিপত্র নিয়ে নেটদুনিয়ায় বিপুল চর্চা হচ্ছে। কেউ পক্ষে, তো কেউ আবার এমন চুক্তির বিপক্ষে রায় দিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন