English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

মাগুরায় সাংবাদিকদের উদ্যোগে ৩০০০ গাছের চারা রোপণ

- Advertisements -

মাগুরায় বিভিন্ন এলাকায় ৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাংবাদিকরা। এর অংশ হিসেবে শনিবার জেলা প্রশাসন কর্তৃক মনোনীত ১৬টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। চৌরঙ্গী ক্লাব নামের একটি সামাজিক সংগঠন ও এফসিবিএল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন) নামে সাংবাদিকদের একটি সংগঠন চলতি বর্ষায় বৃক্ষ রোপণের এ উদ্যোগ নিয়েছে। শনিবার সকাল ১০টায় সদর উপজেলার শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এমজেএন এর আহবায়ক সাংবাদিক রবিন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মো. মিজানুর রহমান, চৌরঙ্গী ক্লাবের সহ সভাপতি মেহেদী হাসান উজ্বল প্রমুখ। এমজেএন এর সদস্য সচিব সাংবাদিক রূপক আইচ বলেন, শিশুদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকের মাধ্যমে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বাকি এক হাজার গাছ জেলা বিভিন্ন সড়কের পাশে ধাপে ধাপে রোপণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন