কুড়িগ্রামে তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার সকাল রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা গত দুদিনের চেয়ে আরও কমে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
গত শুক্রবারের চেয়ে দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এ তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি।
এদিকে, তাপমাত্রা কমতে থাকায় জনজীবনে প্রভাব পড়েছে। সাথে যুক্ত হয়েছে উত্তরীয় হিমেল হাওয়া। প্রতিদিন জেলায় বিকেল থেকে শীত পড়তে থাকে। সন্ধ্যে হলেই শুরু হয় কুয়াশা রাতভর চলে। সকাল পর্যন্ত অব্যাহত থাকলেও দুপুরের আগে সূর্যের আলোর কারণে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পায়। কিন্তু তারপরও জনমনে নেই স্বস্তি।
সদরের শুলকুর বাজার এলাকার বৃদ্ধ মহিদ মিয়া জানান, অতিরিক্ত ঠান্ডার কারনে আমরা বুড়ো মানুষ খুব কষ্টে দিন পার করছি। রোদ না ওঠা পর্যন্ত ঘর থেকে বাইর হই না। গরম কাপড় না থাকায় কষ্ট হইছে। অন্যদিকে, অতিরিক্ত ঠান্ডার কারনে সদ্য বেড়ে ওঠা বোরো বীজতলার অনেক স্থানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কুয়াশায় বিবর্ণ আকার ধারন করেছে কোথাও। এছাড়া হাসপাতালগুলোতে প্রতিদিন ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা ভর্তি হচ্ছে।