English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

পরস্পরকে নাম ধরে ডাকে মারমোসেট বানর

- Advertisements -

প্রাণিজগতে মানুষ বাদে বোতলনাক ডলফিন ও আফ্রিকান হাতিদের একে অন্যকে নাম ধরে ডাকার প্রমাণ পেয়েছেন গবেষকরা। তবে পরস্পরকে নাম ধরে ডাকার তালিকায় যুক্ত হতে চলেছে নতুন আরেক প্রজাতির প্রাণী।

সম্প্রতি ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে, মারমোসেট প্রজাতির বানরেরও রয়েছে এই বিশেষ সক্ষমতা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় এই চমকপ্রদ তথ্যটি উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, মারমোসেট বানররা নিজেদের ‘ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারে’।

গবেষণায় দেখা গেছে, মারমোসেট প্রজাতির পিগমি বানররা একে অন্যকে ডাকতে তীক্ষ কণ্ঠস্বরের নির্দিষ্ট মাত্রা ব্যবহার করে। এ  ব্যাপারে গবেষকদলের জ্যেষ্ঠ লেখক ডেভিড ওমার বলেন, ‘আমরা সামাজিক আচরণ নিয়ে খুবই আগ্রহী। কারণ আমরা মনে করি, সামাজিক আচরণই মানুষের বিশেষত্বের মূল চাবিকাঠি।

আমরা দ্রুত দৌড়াতে পারি না, উড়তে পারি না, সামাজিক হওয়া ছাড়া মানুষের বিশেষ কোনো দক্ষতা নেই। ওমারের মতে, মানুষের মধ্যে সামাজিক আচরণ এবং ভাষার বিবর্তনের ধরন বোঝার জন্য মারমোসেট বানররা আদর্শ উদাহরণ হতে পারে। কারণ মানুষের মতো তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মানুষের মতোই তারা একক পরিবার নিয়ে বাস করে।
সাধারণত এদের পরিবারের সদস্য হয় ছয় থেকে আটজন। শিশুদের লালন-পালনের ক্ষেত্রেও মানুষের সঙ্গে মিল রয়েছে এদের।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন