দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গেল ১ মাস থেকে তাপমাত্রা ওঠানামা করছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বায়ুর কারণে প্রতি বছরে শীতের প্রকোপ বেশিই থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই জেলায়।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীত। সেই সঙ্গে কুয়াশা পড়ছে। রাত থেকেই বৃষ্টির মতো পড়ছে শিশির। সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে সবকিছু।
সকালে তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। কনকনে শীত অনুভূত হওয়ায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন এলাকার সাধারণ খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষেরা শীতের তীব্রতায় অনেক ভোগান্তিতে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক দিনে তাপমাত্রা হ্রাস পাবে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান।
উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে সন্ধ্যায় ও ভোররাতে শীত অনুভূত ও ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন