বক্স অফিসে বহু রেকর্ড গড়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’। অস্কার, গোল্ডেন গ্লোবের মতো আসরে মনোনয়ন পেয়েছে ভারতীয় এই ছবি। এবার লস অ্যাঞ্জেলেসের চায়নিজ থিয়েটার আইম্যাক্সে প্রদর্শিত হবে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ছবির টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। যা কোনো ভারতীয় সিনেমার জন্য একটি বড় রেকর্ড। তবে এবারই প্রথম নয়, গত বছরের অক্টোবরেও লস অ্যাঞ্জেলসের চাইনিজ থিয়েটারে ছবিটি প্রদর্শিত হয়েছিল।
সম্প্রতি নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডস ‘আরআরআর’ সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রাজামৌলি। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘ছবিটি দেখে ভারতীয়য়া যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমনি পশ্চিমেও একই ধরনের সাড়া পাচ্ছি’।
গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এনটিআর জুনিয়র ও রাম চরণ অভিনীত এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, আলিয়া ভাট, শ্রিয়া সরন, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অ্যালিসন দোদি ও অলিভিয়া মোরিস।