English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

৯ বার ওমরাহ করে প্রথমবার হজে গেলেন অনন্ত জলিল

- Advertisements -
অভিনয় ও নানা ধরনের কর্মকাণ্ডের জন্য সব সময় আলোচনায় থাকেন অভিনেতা অনন্ত জলিল। স্ত্রী বর্ষাসহ প্রায় ঈদেই হাজির হন নতুন সিনেমা নিয়ে। এবার ঈদে অবশ্য নতুন কোনো সিনেমা আসছে না এই অভিনেতার। তবে সিনেমার খবর না দিলেও ব্যক্তিগত নতুন খবর দিলেন এই অভিনেতা।

প্রথমবারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। সোমবার (১০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি।

আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

এদিকে ব্যবসা পরিচালনার বাইরে সিনে পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন অনন্ত। বর্তমানে চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন