নাসিম রুমি: নব্বইয়ের দশকে বলিউডে ‘হার্টথ্রব’ নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। তার অভিনয়ের থেকে বেশি মুগ্ধতা আদায় করে নিত মোহময়ী সৌন্দর্য্য। একসময় মাধুরীকে পর্দায় দেখলেই হাততালি ও সিটিতে গমগম করত গুমোট সব প্রেক্ষাগৃহ।
এখনো তাকে ঘিরে এই সেনসেশন রয়ে গেছে কিছুটা হলেও। তবে এবার এক অন্য গুঞ্জন শুরু হল অভিনেত্রীকে ঘিরে। সেটা অবশ্যই তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত। কিন্তু কি এমন করলেন এই সুন্দরী নায়িকা, যা থেকে তৈরি হল গুঞ্জন? দেখে নিন সবিস্তারে।
কয়েকমাস আগে এই বলি-কুইনকে ঘিরে তৈরি হয়েছিল ‘প্রেগনেন্সি’ বিতর্ক। আজ্ঞে হ্যাঁ, তৃতীয়বার মা হতে চলেছেন মাধুরী, এই খবরে ছড়িয়ে পড়েছিল বি-টাউনের পেজ-থ্রি-তে। আর এই খবরের সূত্রপাত ঘটেছিল এক প্যাপের ক্যামেরায় ধরা পড়া অভিনেত্রীর একটি ছবি থেকে।
সেই ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর তলপেট কিছুটা স্ফীত। একদৃষ্টি দেখলে সেটিকে ‘বেবি-বাম্প’ বলে মনে হবে যে কারো। আর এই থেকেই অনেকেই অনুমান করেছিলেন যে তৃতীয়বার মা হতে চলেছেন এই অভিনেত্রী। কিন্তু এই খবর কি আদৌ সত্যি? নাকি শুধুই গুঞ্জন?