২০২২ সালের শেষ দিন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ। এতে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা হয়নি তার। ১৫ মাস পর আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন তিনি। এর মধ্যেই জানা গেছে, ঋষভের জন্য ৪৬ কিমি খালি পায়ে হেঁটে পূজা দিয়েছেন প্রেমিকা উর্বশী।
এই তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের তথ্য অনুসারে, ঋষভের জন্য ব্রত করেছিলেন উর্বশী রাউতেলা। ঋষভ সুস্থ হয়ে মাঠে ফেরার পরই এই তীব্র গরমের মধ্যে খালি পায়ে ৪৬ কিলোমিটার পথ হেঁটে ‘তারা বাবা কুটিয়া’ দর্শনে গিয়েছিলেন উর্বশী।
হরিয়ানার সিরসায় অবস্থিত ‘তারা বাবা কুটিয়া’ মন্দির। বহু তীর্থযাত্রী সেখানে দর্শনে যান। এই তীর্থস্থানের মূল আকর্ষণ বিশাল শিবমূর্তি। সেই মূর্তিই ‘তারা বাবা’ নামে পরিচিত।
শিব মন্দির দর্শন উর্বশী ঋষভের জন্যই করেছেন নাকি অন্য কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। এ বিষয়ে উর্বশীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ঋষভের জন্য প্রার্থনা করতে ‘তারা বাবা কুটিয়া’তে পূজা দিতে গিয়েছিলেন উর্বশী!
এদিকে অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে প্রেম করছেন উর্বশী। যদিও বিষয়টি স্বীকার করেননি তারা। তবে কিছু দিন আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারও নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন ঋষভ।
এর পাল্টা জবাবও দেন উর্বশী। ছোট ভাইয়া বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এ অভিনেত্রী।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে আলো ছড়ালেও অধিনায়ক হিসেবে বারবার ব্যর্থ হচ্ছেন পান্থ। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দিল্লি।