English

24 C
Dhaka
বুধবার, মার্চ ৫, ২০২৫
- Advertisement -

২৩ বছর পর একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-চিরঞ্জিত

- Advertisements -
ফের একসঙ্গে বড় পর্দায় টলিউডের জনপ্রিয় দুই নায়ক প্রসেনজিৎ ও চিরঞ্জিত। চন্দ্রাশিস রায় পরিচালিত ‘বিজয়নগরের হিরে’ অর্থাৎ কাকাবাবু ফ্রাঞ্চাইজির নতুন সিনেমায় দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। এর আগে সর্বশেষ ২০০২ সালে ‘ইনক্লাব’ সিনেমায় একফ্রেমে দেখা গিয়েছিল তাদের। তারপর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দুজনকে।
প্রায় তিন বছর পর নতুন অভিযানে কাকাবাবু। আসছে বিজয়গড়ের হীরে। কিছুদিন আগেই হয়েছে এর মহরত। যদিও সেখানে দেখা যায়নি চিরঞ্জিত চক্রবর্তীকে।
তবে এসভিএফ ও হইচইয়ের গল্পের পার্বণ ১৪৩২-এ প্রযোজনা সংস্থা এ খবর ঘোষণা করে। সিনেমায় তাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তাও এখনো প্রকাশ হয়নি। তবে জানা গেছে, তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। 
এক সময় টলিউডে বহু সফল ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ ও চিরঞ্জিত জুটি।
সেগুলোর বেশির ভাগই ছিল পারিবারিক। তবে ২০০২ সালের পর আর তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। অবশেষে গল্পের পার্বণের হাত ধরে এল সুখবর। 
২০১৩ সালে মুক্তি পায় প্রসেনজিতের প্রথম কাকাবাবুর অভিযান ‘মিশর রহস্য’। তারপর ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
এ সিনেমাগুলোয় সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে তিনি এবার থাকছেন না, তার বদলে থাকছেন অর্ঘ্য বসু রায়। এ সিনেমায় কেবল সন্তু নয়, পরিচালকেরও বদল হয়েছে। এবার থেকে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা পরিচালনা করবেন না সৃজিত মুখার্জি, যদিও তার পরিচালনায়ই বাংলা সিনেমা জগতে দর্শক আবার নতুন করে কাকাবাবুকে পেয়েছিল। এবার সৃজিতের বদলে সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রাশিস রায়। এর আগে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তার প্রথম সিনেমা ‘নিরন্তর’ তৈরি করেছিলেন।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন