English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

২০ বছর পরও টিকে আছি: নয়নতারা

- Advertisements -

নাসিম রুমি: চলতি বছর অন্যতম ব্যবসা সফল সিনেমার অংশ তিনি। তাঁর অভিনীত অ্যাট লি কুমারের সিনেমা ‘জওয়ান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে এটা ছাড়াও চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন অভিনেত্রী।

এ উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন নয়নতারা। এরপর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

নয়নতারাকে দেখা গেছে বাণ্যিজক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।

ক্যারিয়ারের দুই দর্শক পূর্তি উপলক্ষে এক পোস্টে নয়নতারা লিখেছেন, ‘আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকা শক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লিখেছেন, ‘আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাকের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।’

‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণি সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।

নয়নতারা বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রাখেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রায় দেন না। এমনকি ‘জওয়ান’-এর মতো সুপারহিট সিনেমার পরও তাঁর সাক্ষাৎকার পাওয়া যায়নি। হাজির হননি মুম্বাইয়ে ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানেও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন