নাসিম রুমি: ১৯৯১ সালে ‘সাজন’, ২০০০ সালে ‘চল মেরে ভাই’, বড় পর্দায় যখনই এসেছে সঞ্জয়-সলমনের জুটি, তখনই তা ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছে। এবার প্রায় ১৮ বছর পর আরও একবার বড় পর্দায় দেখা যাবে এই হিট এবং আইকনিক জুটিকে।
সম্প্রতি ‘সিকন্দর’ সিনেমার প্রচারে এসে খলনায়ক তারকার সঙ্গে পুনর্মিলনের কথা নিশ্চিত করেছেন ভাইজান নিজেই। অভিনেতা বলেন, ‘খুব তাড়াতাড়ি আমি এবং সঞ্জয় একসঙ্গে সিনেমা করব। তবে এই সিনেমা নিয়ে যা কথা বলার তা আগামী দিনে বলা হবে। এখনই সিনেমার গল্প বা অন্যান্য বিবরণ নিয়ে কথা বলা যাবে না।’ তবে সিনেমাটি যে অ্যাকশন প্যাকড মুভি হতে চলেছে, তা নিশ্চিত করেছেন ভাইজান।
সিনেমার প্রচারে এসে তিনি আরও জানান, আগামী দিনের সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি কাজ করবেন পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে। ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার পর এবার আরও একবার সুরজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভাইজান।
ভাইজান আরও জানান, ‘সিকন্দর’ সিনেমার পরেই সুরজের সঙ্গে কাজ করতে শুরু করবেন তিনি। তবে শাহরুখ খানের সঙ্গে ‘টাইগার ভার্সেস পাঠান’, সিনেমার কাজ আপাতত স্থগিত রয়েছে। সিনেমাটি এখনই মুক্তি পাবে না। ভাইজানের কথা শুনে স্পষ্ট হয়ে যায়, সুরজ পরিচালিত সিনেমার কাজ শেষ করেই সঞ্জয়ের সঙ্গে কাজ শুরু করবেন তিনি।