নাসিম রুমি: সাবেক স্বামী বলিউড অভিনেতা হৃতিক রোশন এবং তাদের দুই ছেলের সামনেই প্রেমিকের ঠোঁটে চুমু খান সুজান। এ সময় হাততালি দিলেন হৃতিক, সাক্ষী তার বর্তমান প্রেমিকা সাবা আজাদও।
হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এ তারকা দম্পতি। তবে বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন এ সাবেক দম্পতি। এই মর্ডান ডে ফ্রেন্ডশিপ থেকে অবশ্য অনেকেই হিঁচকি তোলেন। সাবেক বউ আর বর্তমান প্রেমিকাকে নিয়ে একসঙ্গে পার্টি করেন হৃতিক। এতটাই ‘কুল’ সম্পর্ক হৃতিক-সুজানের।
রবিবার (২৭ অক্টোবর) ছিল সুজান খানের ৪৯তম জন্মদিন। আর সেই জন্মদিনের পার্টিতে একফ্রেমে পাওয়া গেল সুজানের প্রেমিক আরসালান গোনি ও হৃতিক রোশনকে। সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গেও দারুণ সখ্যতা বলিউড নায়কের। পরস্পরকে ‘ইয়ারা’ বলে সম্বোধন করেন তারা।
শনিবার বার্থ ডে গার্লের দেখা মিলল কালো রঙা শর্ট পার্টি ড্রেসে। দুই ছেলে রিহান, রিদান, সাবেক স্বামী হৃতিক ও তার প্রেমিকা সাবা আজাদ এবং বয়ফ্রেন্ড আরসালানকে নিয়েই জন্মদিনের কেক কাটলেন সুজান। এ সময় পার্টিতে হাজির ছিলেন তার ভাই জায়েদ খান, দিদি ফারহা, জেঠুর ছেলে ফারদিন খানসহ বলিউডের বহু পরিচিত মুখ।
সোশ্যাল মিডিয়ায় সুজানের জন্মদিনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে কেক কেটেই আরসালানের ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল সুজানকে। পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন হৃতিক ও দুই ছেলে— এমন দৃশ্য দেখে হতবাক অনেকেই।