ভারতের রানাঘাট স্টেশনের ভবঘুরে থেকে খ্যাতনামা সংগীত শিল্পী হয়েছেন রানু মণ্ডল। এর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া। ‘তেরি মেরি’ গানে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন রানু। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে গুঞ্জন কম নেই। অনেক ইউটিউবার তার বাড়িতে প্রায়শই যান। নেন সাক্ষাৎকারও।
সেই মতোই ভারতের এক জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। সেখানেই রানু জানালেন, এখনও হিমেশ তাকে নাকি মুম্বাই যেতে বলেন। শুধু তাই নয়। তিনি আরও বলেন, হিমেশ বলেছিলেন আমার জন্য একটি ফ্ল্যাট কিনে রাখবেন। কারণ মুম্বাইয়ে রেকর্ডিং করতে গেলে বেশ কয়েকদিন থাকতে হয়। আবার রানাঘাটে আসতে হয়। তাই তিনি বলেছিলেন ওখানেই একটি ফ্ল্যাট দেওয়া হবে। শুধু তাই নয়, গাড়িও দেবেন বলেছিলেন হিমেশ।
প্রসঙ্গত, সম্প্রতি রানু মণ্ডলের জীবন কাহিনি নিয়ে বড়পর্দায় সিনেমা তৈরি হচ্ছে। বায়োপিকে রানু মণ্ডলের চরিত্রে থাকবেন ঈশিকা দে। রানু রাতারাতি জনপ্রিয় হলেও খুব দ্রুতই আঁধারে চলে গিয়েছেন। কিন্তু মাঝেমধ্যেই নেটদুনিয়ায় তার প্রচুর সাক্ষাৎকার ভেসে ওঠে।