English

28 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
- Advertisement -

হাসিনার চরিত্রে অভিনয় করে কি অনুশোচনায় নুসরাত ফারিয়া?

- Advertisements -

নাসিম রুমি: দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই তালিকায় আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও। সিনেমাটিতে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

সম্প্রতি এক পডকাস্ট আয়োজনে নুসরাত ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’

এই প্রশ্নে ফারিয়ার জবাব, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। বিশেষ এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’

ফারিয়া এই পডকাস্টে আরও বলেন যে, ‘যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসে, তখন তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।’

ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্নের সম্মুখীন হন। তিনি জানান, ‘আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

আসছে ঈদে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’ সিনেমা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন