ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী ববিতা করোনায় আক্রান্ত হয়ে টানা চারদিন হাসপাতালে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি তিনি বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেন তার ছোটবোন চম্পা।
শনিবার (২৭ জুলাই) ববিতার ছোটবোন চম্পা গণমাধ্যমকে বলেন, আপা কয়েকদিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা–নিরীক্ষা শেষে তার করোনা পজিটিভ হওয়ার খবরটি জানা যায়। কালক্ষেপণ না করে ১৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এর মধ্যে আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চারদিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে।
ববিতার বর্তমান অবস্থার কথা জানিয়ে চম্পা আরও বলেন, আপা আপাতত সুস্থ আছেন। তবে শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।