English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রুক্মিণী, এখন কেমন আছেন?

- Advertisements -

বেশ কিছু দিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। জ্বর হয়েছিল তার। এদিন তিনি বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে। এখন কেমন আছেন অভিনেত্রী জানালেন সে কথা।

এদিন দেবের প্রিয়তমা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরি ও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। সেখানে তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়ি ফিরেছেন।

রুক্মিণী মৈত্র তার পোস্টে লিখেছেন—অবশেষে বাড়ি ফিরলাম। বিশ্রাম নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য। আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে এক পৃথিবী সমান। আশা করব, আমি শিগগিরই আবার ফিরে আসব।

অভিনেত্রী বলেন, আমি যখন ‘আর’ দিয়ে রিকভারিতে মন দিয়েছি, তখন আপনারা দয়া করে ‘বি’ দিয়ে বিনোদিনীতে মন দিন। ফলে রুক্মিণী মৈত্র যে তার অসুস্থতার মধ্যেও ছবি ও ছবির ব্যবসা নিয়ে ভাবছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।

কিছু দিন আগে রুক্মিণী জানান যে তার জ্বর হয়েছে। সেই বিষয়ে আপডেট দিয়ে তিনি লিখেছেন— ১০২ জ্বরে আক্রান্ত গতকাল থেকে। কিন্তু আমার মনের জোর এখনো অদম্য। রুক্মিণীর ভাইরাল হয়েছে। কিন্তু বিনোদিনীর সঙ্গে দেখা করে আসুন আপনার কাছের সিনেমা হলে।

এরপর দিনই জানা যায় তিনি হাসপাতালে ভর্তি। হাতে চ্যানেল করা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন—হাল ছাড়ছি না। লড়াই চলছে।

তার এই অসুস্থতার খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন তার অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন সবাই। এদিন তার বাড়ি ফেরার খবর পেয়ে সবাই আশ্বস্ত হলেন, সেটা বলার অপেক্ষা রাখে না।

‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সিনেমায় নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সিনেমাটি পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন