নাসিম রুমি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই দেশে হরতাল-অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে দেশের কোথাও গাড়ি পোড়ানো এবং সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। এসব নিয়ে উদ্বিগ্ন শিল্পীদের কেউ কেউ।
দেশে আগুন-সন্ত্রাস বন্ধের দাবিতে আজ শনিবার ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে মানববন্ধন করেছেন শিল্পীরা। ‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পীসমাজ’ ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন বিনোদন অঙ্গনের অভিনেতা, নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকারাও। তাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্র অভিনয়শিল্পী রিয়াজ, ফেরদৌস, নিপুণ, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম, শম্পা রেজা, শমী কায়সার, এস ডি রুবেল, ধ্রুব গুহ, অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ, নিমা রহমান, তুষার খান, সুইটি, তারিন, উর্মিলা শ্রাবন্তী কর, পরিচালক মুশফিকুর রহমান, সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।
শিল্পী ও কলাকুশলীরা বলেন, ‘জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত, তাদের তারা হত্যা করছে আগুন-সন্ত্রাসের মাধ্যমে।
পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছেন। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।’