English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

হঠাৎ রুনা লায়লার ফোন পেয়ে বিস্মিত-হতবাক শহীদুজ্জামান সেলিম

- Advertisements -

নাসিম রুমি: হঠাৎ করে শহীদুজ্জামান সেলিমের কাছে একটি নম্বর থেকে ফোন আসে। নম্বরটি তাঁর চেনা নয়। রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির কণ্ঠ শোনার পর তাঁকে বিস্মিত করে, হতবাক করে। দিয়েছে ভীষণ রকম অনুপ্রেরণা। কারণ, ফোনটা এসেছিল বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার কাছ থেকে। আর ফোনটি করেছিলেন ঈদে মুক্তি পাওয়া শহীদুজ্জামান সেলিম অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবিটি দেখা শেষে। ছবি দুটিতে শহীদুজ্জামান সেলিমের অভিনয় এতটাই ভালো লেগেছিল, ফোন নম্বর জোগাড় করে তা সরাসরি জানিয়েও দিলেন রুনা লায়লা।

‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা’ ছবি দুটিতে শহীদুজ্জামান সেলিম খল চরিত্রে অভিনয় করেছেন। ছবি দুটিতে অভিনয়ের কারণে সাধারণ চলচ্চিত্রপ্রেমীর কাছ থেকে বাহবা পেয়ে আসছিলেন তিনি। বিনোদন অঙ্গনের কেউ কেউ তাঁদের ভালো লাগার কথা জানিয়েছিলেন। সবকিছুকে ছাপিয়ে গেল রুনা লায়লার শুভকামনা জানানোর বিষয়টি।

সেলিম বললেন, ‘রুনা লায়লা গানের জগতের একজন দিকপাল। ভারতীয় উপমহাদেশের গানের অলংকার, অহংকার। সেই মহান মানুষটির সঙ্গে আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখাসাক্ষাৎ হয়েছে। কিন্তু কখনো ফোনে কথা হয়নি। ফোনে যেদিন কথা হলো, সেদিন তিনি আমার অভিনয়ের প্রশংসা করলেন। এটা আসলে বলে বোঝানোর মতো নয়।’

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘রুনা আপা আমাকে ফোন করে জানালেন, তিনি “প্রিয়তমা” ও “সুড়ঙ্গ” ছবি দুটি দেখেছেন। এটুকুই ঠিকঠাক ছিল। কিন্তু তিনি বললেন, “আপনার অভিনয়ে আমি মুগ্ধ।” আমি বললাম, আপনার মতো একজন মানুষ যদি কাউকে ফোন করেন, ভালো লাগার কথা বলেন, সেটা কতটা উৎসাহের, অনুপ্রেরণার, তা শুধু সে–ই উপলব্ধি করতে পারেন। আমার কাছে সবচেয়ে অবাক করা ব্যাপার লেগেছে, তিনি ছবির খুঁটিনাটি নানা বিষয় নিয়ে কথা বলছেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন