English

21 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

হঠাৎ ভাইরাল বাপ্পারাজের হেনা, নেপথ্যে কি?

- Advertisements -

হঠাৎ করেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ‘হেনা’র কথায়। সবাই নানাভাবে জানতে চাচ্ছেন ‘হেনা কোথায়?’ তবে এই হেনা অপরিচিত নয়। বরং বহু আগের হেনাই ফিরে এসেছে নতুন করে।

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’ সিনেমা। প্রেম, বিরহ আর বিচ্ছেদের গল্পে এগিয়ে চলা সেই সিনেমায় নায়িকা শাবনাজের নাম থাকে হেনা। গল্পের একপর্যায়ে হেনার বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে। ঠিক তখন হাজির হন নায়ক বাপ্পারাজ। সিনেমায় যার নাম থাকে বকুল।

বকুল হেনাদের বাড়ি সাজানো দেখতে পেয়ে তার বাবার কাছে জানতে চান, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পর্দায় বাজতে থাকে।

অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। বিভিন্ন পেজ, গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়।

বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া। ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

যে কারণে নিরবের সঙ্গী কেয়া

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন