সামনেই দুর্গা পূজা। সবার সঙ্গে তারকারাও ব্যস্ত শপিংয়ে। এবার পূজার ব্যাস্ততার গল্প শোনালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সংবাদ মাধ্যম অনুযায়ী, এবারের পূজা অপু ঢাকাতেই করবেন। আর এখনো শপিং না করলেও অপু জানান তিনি নাকি পূজায় ট্র্যাডিশনাল সাজই দেবেন।
নায়িকা বলেন, পূজা একটা ট্র্যাডিশনাল বিষয়। ট্র্যাডিশনাল লুকটা বার বারই আনতে চাই। ওই লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশ্যুটের ক্ষেত্রে হয়। এবার ইচ্ছে আছে গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনও ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে। তাছাড়া পূজায় পরিবারের অনেকেই আছেন যাদেরকে উপহার দিতে হয়। আমি বোরকা পরে এসে সীমান্ত সম্ভারে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’