English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
- Advertisement -

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস ওবামার ‘গোপন সম্পর্ক’

- Advertisements -

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন! সম্প্রতি এমনই এক পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে।

সেই পোস্টে দাবি করা হয়েছে, মার্কিন অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু নাকি তাদের সম্পর্কের কথা জানিয়েছেন।

গত ২৩ জানুয়ারি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স-এ একটি পোস্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মেলানি কিং (@realmelanieking) নামের এক নারীর শেয়ার করা সেই পোস্টে দেখা যাচ্ছে, অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বন্ধু সবাইকে জানাচ্ছেন যে, তিনি এই আমেরিকান অভিনেত্রীর খুবই কাছের ও ঘনিষ্ট একজন। তিনি জানেন যে, জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন।

সেই নারী কথায়, ‘উনি (বারাক ওবামা) জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আছেন। আমার ম্যানেজার এবং এক বন্ধু ওর (জেনিফার অ্যানিস্টন) ঘনিষ্ট বন্ধু হন। জেনিফার একবার বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় তাদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তবে যা ঘটেছে তার সবই ঘনিষ্ট বন্ধুদের মধ্যেই’।

সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এই বার্তাটি নাকি জেনিফার অ্যানিস্টনের একজন বন্ধুর, যেটা সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বারাক ওবামা এবং মিশেল ওবামার বিবাহ বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছে। জিমি কার্টারের শেষকৃত্যে তাদের দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ার পরই এই বিতর্ক আরও ছড়িয়ে যায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে।

এরই মাঝে ভাইরাল হয়েছে এই পোস্ট। কিন্তু কোনটা সত্যি, আর কোনটা কেবলই জল্পনা- তার উত্তর সময়ই দেবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন