English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সৌদি আরবের কনসার্টে গান গাইতে যাচ্ছেন পড়শী

- Advertisements -

নতুন নতুন গান প্রকাশ ও অভিনয়ের বাইরে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। দেশ ও দেশের বাইরে অংশ নিচ্ছেন নানা কনসার্টে। এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরবের এক কনসার্টে অংশ নিচ্ছে তাঁর ব্যান্ড বর্ণমালা। আগামী ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে ব্যান্ড দলটি। এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন পড়শী নিজেই।

ওই বার্তায় তিনি বলেন, ‘২০২৪ সালের রিয়াদ সিজনে অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। ২৩ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আমার ব্যান্ড বর্ণমালাকে নিয়ে প্রবাসী বাঙালিদের গান শোনাব। এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে আমন্ত্রণ।’

বলা দরকার, এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। গত ১০ আগস্ট এই অনুষ্ঠানটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে রিয়াদে হচ্ছে আয়োজনটি। ২১ নভেম্বর সৌদি আরবের উদ্দেশে ব্যান্ড সদস্যদের নিয়ে ঢাকা ছাড়ার কথা রয়েছে পড়শীর।

এদিকে চলতি বছর থেকে নিজের ইউটিউব চ্যানেলে মন দিয়েছেন পড়শী। সেই লক্ষ্যে সম্প্রতি ‘কথা একটাই’ শিরোনামে নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজনও করেছেন ইমরান। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানের পাশাপাশি অভিনয়ও করছেন পড়শী। কোনো উৎসব কিংবা আয়োজনে তাঁকে নাটকে দেখা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন