এক সময় অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন অ্যানি খান। নাটকের পাশাপাশি একটি সিনেমায়ও অভিনয় করেছেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি।
এর পরপরই অ্যানি খান ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনলাইনেই তার ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফেসবুকে তার পেজের নাম ‘মাইসুন বাই অ্যানি খান’।
এ প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘নিজের সিদ্ধান্তে অভিনয়ের দুনিয়া থেকে সরে এসেছি। আমার ইচ্ছা ছিল অভিনয় ছেড়ে ব্যবসায় মনোযোগ দেব। সে অনুযায়ী ব্যবসা শুরু করি। সৃষ্টিকর্তার ওপর ভরসা করে এগিয়ে গেছি।’