English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

সুরের মূর্ছনা ছড়াতে পর্তুগাল যাচ্ছেন আসিফ আকবর

- Advertisements -

নাসিম রুমি: পর্তুগালে যাচ্ছেন কণ্ঠ শিল্পী আসিফ আকবর। আগামী ২৪ জুলাই রাজধানীর লিসবোয়া আও ভিভো কনসার্ট হলে বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর ও তার শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে।

১২ জুলাই লিসবনে কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু ও সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক।

শিল্পী আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’- এই গান দিয়েই বিশ্বের সকল বাংলাভাষাভাষীর মাঝে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপরের গল্প শুধুই সফলতার। ধারাবাহিকভাবে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। স্টেজ ও অডিওতে টানা এক দশক রাজত্ব করেছেন। এরপর ২০১০ থেকে ২০১৪ সাল। ৪ বছরের বিরতিতে যান আসিফ।

সংবাদ সম্মেলনে নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু। তিনি বলেন, নিরাপত্তার কারণে আমরা ইনডোর প্রোগ্রামে হাতে নিয়েছি। কনসার্ট হলটিতে শুধু মাত্র ১৫০০ জন দর্শক প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, তিনটি ক্যাটাগরিতে টিকেট ভাগ করেছি ২০০ টিকেট ভিআইপি যার মূল্য ২৫ইউরো। যারা পরিবার নিয়ে আসতে চাই তাদের জন্য রয়েছে গোল্ডেন সার্কেল গ্রুপ যারা টিকিট মূল্য ১৫ ইউরো। সবার জন্য ৮০০ নরমাল ক্যাটাগরির টিকেট যার মূল্য ১০ ইউরো। টিকিট পাওয়া যাবে স্থানীয় সুপার মার্কেট চেইন কন্টিনেন্ট এবং ইলেকট্রনিক্স স্টোর অরতেন এর সকল শো-রুমে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন