English

26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
- Advertisement -

সুখবর পেলেন কঙ্গনা, সিনেমা মুক্তিতে নেই কোনো বাধা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটি অবশেষে ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। একাধিক মুক্তির তারিখ ঘোষণা দেওয়ার পরও সিনেমাটি সেন্সর জটিলতার কারণে এতদিন মুক্তি দেওয়া যায়নি। এবার মুক্তিতে আর কোনো বাধা থাকল না।

Advertisements

‘ইমার্জেন্সি’ সিনেমাটির সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন কঙ্গনা। সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের সিনেমা ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শিগগিরই আমরা এই সিনেমা মুক্তির নতুন দিন ঘোষণা করব। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

এই সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।

এর আগে কঙ্গনার ইমার্জেন্সি থেকে বেশকিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় সেন্সর বোর্ড। যেই দৃশ্যের মধ্যে রয়েছে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশি শরণার্থীদের আক্রমণ, তিনজন নারীর শিরশ্ছেদসহ কিছু হত্যার দৃশ্য। এসব সংশোধন করেই সিনেমাটি মুক্তি দিতে বলা হয় তখন। তবে সিনেমা থেকে কোনো দৃশ্য কাটা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Advertisements

এই সিনেমার প্রধান চরিত্রে কঙ্গনাকে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি এর আগে ৬ নভেম্বর বিশ্বব্যাপী মুক্ত পাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন