আর জি কর কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিটির রিপোর্ট। আর জি কর কাণ্ডের ঘটনার পর হেমা কমিটির রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়। যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা ভারতের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। এবার মালয়ালম সিনেমার জনপ্রিয় তারকা নিভিন পৌলির বিরুদ্ধে এক নারীর অভিযোগ, বড়পর্দায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর দুবাইয়ের একটি হোটেলে তাকে ধর্ষণ করেছেন নিভিন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেই নারীর আরও অভিযোগ, শুধু একা নিভিন পৌলি নয়, যৌন হেনস্থা চালিয়েছিলেন এক চলচ্চিত্র প্রযোজক ও আরও চার ব্যক্তি। তবে নিভিন তার বিরুদ্ধে ওঠা এই ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।
নিভিন বলেছেন, তিনি অভিযোগকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। জানা গেছে, পুলিশে অভিযোগ দায়ের করা ওই নারী এরনাকুলাম জেলার।
পুরো বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেছেন নিভিন পৌলি। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লিখেছেন, ‘জানতে পারলাম, এক নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। দয়া করে জেনে রাখুন ওই অভিযোগ পুরোপুরি মিথ্যা। এতটুকুও সত্যতা নেই সেই অভিযোগে। এই অভিযোগ যে ভুয়ো তা প্রমাণ করার জন্য যেখানে যেতে হয় যাব, যা করতে হয় করব। এর শেষ দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবার। এখনের পর থেকে এই বিষয়ে বাকিটা আইন অনুযায়ী এগোনো হবে’।
২০১০ সালে ‘মালারভাদি আর্ট ক্লাব’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিভিন মালায়লাম চলচ্চিত্রে প্রবেশ করেন। পরে তিনি ‘তাত্তাথিন মারায়াথু’, ‘কায়ামকুলাম কছুন্নি’, ‘ব্যাঙ্গোলোর ডেজ’ ও ‘প্রেমাম’-এর মতো সিনেমার জন্য জনপ্রিয় হয়েছেন মালায়লাম ইন্ডাস্ট্রিতে।