নব্বই দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল অভিনয়ও করেছেন চলচ্চিত্রে। এখন তিনি চিত্র পরিচালকও। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সিনেমা। যেটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।
অনেক আগেই সিনেমাটির সেন্সর ছাড়পত্র সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটির মুক্তির তারিখ পরিবর্তন করেছেন তিনি।
চলতি মাসের পরিবর্তে আগামী রোজার ঈদে এটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, এই চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক কিছু বিষয় তুলে ধরেছি। গল্পের কারণেই দর্শক আগ্রহ নিয়ে সিনেমাটি দেখবেন। ইচ্ছা ছিল এ মাসেই মুক্তি দেওয়ার। কিন্তু এখন মুক্তি দিলে লগ্নি ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকার শঙ্কার কারণে আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। আশা করছি শুভক্ষণে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন।
জানা গেছে, এই সময়ে গানে কণ্ঠ দেওয়ার কাজ নিয়েও বেশ ব্যস্ত তিনি। তার কণ্ঠ দেওয়া একাধিক নতুন গান এরই মধ্যে প্রস্তুত হয়ে আছে।