English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
- Advertisement -

সিক্যুয়েল প্রত্যাখ্যান করলেন রেবেকা ফার্গুসন

- Advertisements -

রেবেকা ফার্গুসন তার অসাধারণ অভিনয়শৈলী এবং মনোমুগ্ধকর উপস্থিতির জন্য বেশ জনপ্রিয়। তিনি ‌‘ভিক্টোরিয়া’, ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘দ্য ডুবে’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে’ ছবিতেও তার গুরুত্বপূর্ণ চরিত্রটি মনে দাগ কেটেছে দর্শকের।

তবে ফার্গুসনের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করা হয় ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মিশন ইমপসিবল : রোস্ট প্রোটোকল’ সিনেমাটিকে। এতে তিনি টম ক্রুজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান।

রেবেকা ফার্গুসন ২০১৭ সালে মুক্তি পাওয়া ‌‌‌‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ছবিতেও দারুণ অভিনয় করেন। ফার্গুসন ছবিতে জেনি লিন্ড নামক এক বিখ্যাত অপেরা গায়িকার চরিত্রে অভিনয় করেন। সেখানে তাকে হিউ জ্যাকম্যানের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবিটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০১৯ সালে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা আসে।

তবে এই সিক্যুয়েলে আগ্রহী নন বলে সরাসরি মন্তব্য করেছেন রেবেকা ফার্গুসন। তিনি মনে করেন, ছবিটির সাফল্য, ভক্তদের আগ্রহ থাকা সত্ত্বেও এর সিক্যুয়েল হওয়া উচিত নয়। হলিউড রিপোর্টার থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘না! এটা জানতে চাওয়া বন্ধ করুন। কখনও কখনও কিছু জিনিস যত্নে জমিয়ে রেখে দেওয়া উচিত।’

তবে তিনি ছবিটিতে তার চরিত্রের প্রতি অবহেলা করা হয়েছে দাবি করে এও বলেন, ‘হয়তো আমাকে ঈর্ষান্বিত মনে হতে পারে। তবুও বলছি, ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ছবিতে মনে হয় আমার চরিত্রটা কিছুটা উপেক্ষিত হয়েছে। আমি যদি আবার ফিরি তবে একজন জাগলার হয়ে আসতে চাই।’

প্রসঙ্গত, ২০১৯ সালে সিক্যুয়েল তৈরির ঘোষণা দেওয়া হলেও ২০২২ সালে অভিনেতা হিউ জ্যাকম্যান জানান, সিক্যুয়েলটি নিয়ে আপাতত কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। প্রথমটি তৈরিতে আট বছর লেগেছিল তাই সিক্যুয়েলেও হয়তো একই পরিমাণ সময় লাগবে বলে দাবি করেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন