English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সালমানের মধ্যে একটা পাগলাটে ব্যাপার ছিল: শিল্পী

- Advertisements -

এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি- এটি ত্রিভুজ প্রেমের কাহিনির ‘প্রিয়জন’ চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। নব্বই দশকে তুমুল সাড়া জাগিয়ে ছিল এই গান। তখন মানুষের মুখে ফিরেছিল এই গান। এখনও শ্রোতারা এই গান শোনেন।

‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও আঞ্জুমান আরা শিল্পী এবং রিয়াজ।  আঞ্জুমান আরা শিল্পী দীর্ঘ সময় পর সম্প্রতি মিডিয়ার সামনে এলেন।

শালমান শাহ এবং নায়ক রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন। সালমান শাহের সাথে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান শাহ অনেক ভাল মানুষ ছিলেন আর ভালো মানুষরা অল্প দিন বাঁচে। তিনি চলচ্চিত্রে আমার আগে এসেছিলেন। মাঝে মধ্যে এফডিসিতে শুটিংয়ের জন্য বিভিন্ন ফ্লোরে হাঁটার সময় আমাকে দেখলেই সালমান শাহ গাড়ি থামিয়ে আমাকে জিজ্ঞাসা করতো ম্যাডাম কেমন আছেন? আসলে উনার মধ্য অনেক মনুষ্যত্ব ছিল।’

শিল্পী বলেন, ‘আমি তার সাথে একটি  ছবিতে কাজ করেছিলাম। ছবিটা রিলিজের আগেই সালমান শাহ মারা  যান। ওই ছবিটা রিলিজ হওয়ার পর এটা একটা মাইলফলক হয়েছিল। যেহেতু সালমান শাহের ভক্ত অনেক বেশি সেহেতু আমাদের একটা গান এতো জনপ্রিয় হয়। যে দেশেই যায় যেখানের বাঙালিরা আমাকে এই গান নিয়ে কথা বলে,সালমান শাহকে নিয়ে কথা বলে।’

সালমান শাহকে নিয়ে শিল্পী স্মৃতিচারণ করে শিল্পী বলেন, ‘এক সময় শুটিং রেখে রাতের বেলায় পুরান ঢাকায় খাবার খেতে চলে যায়। আসলে তার মধ্যে একটা পাগলাটে ব্যাপার ছিল। অনেক বেশি কো-অপারেটিভ ছিল। মাঝে মাঝে মনে হয় অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা অনেক কষ্টের।’

ঢাকাই চলচ্চিত্রে অশ্লীলতা যুক্ত হওয়ার পর শিল্পী এই জগত ছেড়ে দেন বলে জানালেন। বললেন, ‘আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি কারণ তখন চলচ্চিত্রে অনেক অশ্লীলতা ভরে গিয়ে ছিল। তাই ২০০১ সালের পর আমি চলচ্চিত্র ছেড়ে তখন নাটক করা শুরু করেছি। ২০১৪ সাল পর্যন্ত নাটকে কাজ করেছি।’

চলচ্চিত্রে কিভাবে আসা হয়েছিল? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার চলচ্চিত্রে আসাটা অনেক মজার ছিল। আমার ১৪ গোষ্টির মধ্যে কেউ চলচ্চিত্রে কাজ করতো না।আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাইয়ের বন্ধু আমাকে দেখে বললো তুমি এড কর না কেন? তখন এডের জন্য ছবি তুলে দিলাম তারপর দুটি এড করার পর চলচ্চিত্রের জন্য অফার আসে।’

আঞ্জুমান আরা শিল্পী ১৯৯৫ সালে ‘বাংলার কমান্ডো’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন। তিনি মোট ৩৫ চলচ্চিত্রে অভিনয় করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন