নাসিমরুমি: বারবার কাজের সুযোগ এলেও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি সালমান খান আর দীপিকা পাডুকোনের। সালমানের একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা।
বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে কাজ করতে চান না এমন নায়িকা খুজে পাওয়া মুশকিল। কিন্তু এই মুশকিলের মোকাবিলা করেছেন হার্টথ্রব সুপারস্টার দীপিকা পাডুকোন। মজার ব্যাপার হলো, সালমান খান ঠিকই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন দীপিকাই।
২০০৭ সালে ওম শান্তি ওম দিয়ে ডেবিউ করেন দীপিকা। একই দিনে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘সাওয়ারিয়া’।
একদম শুরুর সময় থেকেই সালমান কাজ করতে চাইতেন দীপিকার সঙ্গে। এদিকে রণবীরপত্নী আবার চরিত্র পছন্দ না হওয়ায় বারবার ফিরিয়ে দিয়েছেন সেসব প্রস্তাব। এমনকি সালমানের পক্ষ থেকে সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’, সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক’-এর অফার গিয়েছিল দীপিকার কাছে।
তবে নায়িকা তা ফিরিয়ে দেন। আর তারপরেই নাকি সালমান ঠিক করেন তিনি আর কাজ করবেন না দীপিকার সঙ্গে। অবশ্য তাদের সম্পর্কে কোন অবনতি ঘটেনি।