English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা

- Advertisements -

নাসিম রুমি: সলমন খানের জন্মদিনে মুম্বইতে নেই ক্যাটরিনা কইফ। স্বামী ভিকি কৌশলকে নিয়ে কোনও অজানা গন্তব্যে তিনি ছুটি কাটাচ্ছে তবুও অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ক্যাটরিনা।
দেখতে দেখতে জীবনের ৫৭ টা বসন্ত পার করে ফেলেছেন সলমন খান।

এখনও তিনি বলিউডের ‘চিরকুমার’। তাঁর জীবনে প্রেমের আসা-যাওয়া থাকলেও তিনি কিন্তু এখনও দেশবাসীর কাছে ‘ভাইজান’ হিসেবেই রয়ে গিয়েছেন। সোমবার মধ্যরাত থেকেই অভিনেতাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর সতীর্থরা। ‘ভাই’-এর জন্মদিন উপলক্ষে মায়ানগরীতে জমকালো আয়োজন করছিল খান পরিবার।

শাহরুখ খান থেকে শুরু করে সলমনের প্রাক্তন, এমনকি, বর্তমানের চর্চিত প্রেমিকাদের মধ্যেও অনেকেই হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু যাঁর সঙ্গে সলমনের সম্পর্ক ঘিরে সবথেকে বেশি চর্চা হয়েছিল সেই ক্যাটরিনা কইফ কিন্তু সেখানে অনুপস্থিত। কারণ, পরিবারের সঙ্গে বড়দিন উদ্‌যাপন করার পরেই স্বামী ভিকি কৌশলকে নিয়ে ছুটি কাটাতে অজানা গন্তব্যে রওনা দিয়েছেন অভিনেত্রী।

তা সত্ত্বেও অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ক্যাটরিনা। সলমনকে বিশেষ নামে ডাকলেন অভিনেত্রী।

বলিপাড়ার একাংশের দাবি ক্যাটরিনার সাফল্যের পিছনে নাকি সলমনের অবদান অনেকটাই। দু’জনে নাকি দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন। যদিও এই বিষয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। শেষমেশ ভিকির সঙ্গে সংসার পেতেছেন ক্যাট সুন্দরী। এখনও সিঙ্গল সলমন। অভিনেতার ৫৭ তম জন্মদিনে ক্যাটরিনা লিখলেন,‘‘টাইগার। টাইগারের জন্মদিন আজ।’’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন