মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন বাড়ি কিনেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। ৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স কিনেছেন তিনি। ৩৪ তলা এই আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন বিগ বির নতুন ঠিকানা।
জানা যাচ্ছে ৩৪ তলা আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন বিগ বির নতুন ঠিকানা। বর্গফুট প্রতি ৬০ হাজার টাকা এই বাড়ি কিনতে অভিনেতাকে শুল্কই দিতে হয়েছে প্রায় ৬২ লক্ষ টাকা। গত বছর ডিসেম্বরেই ডিল ফাইনাল করেন বাড়ির বিষয়ে । তারপর চলতি বছরের এপ্রিলে রেজিস্ট্রেশন করেন।
ঐ একই আবাসনে সদ্য বাড়ি কিনেছেন সানি লিওনি ও আনন্দ এল রাই। অমিতাভের পড়শি হতে চলেছেন তারা। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধা নিয়েই এই মহামারীর সময় অনেক তারকা, ব্যবসায়ী ও উদ্যোক্তরা নতুন সম্পত্তি কিনেছেন।
এদিকে করোনাকালে বিগ বির বিলাসবহুল বাড়ি কেনা ভালো চোখে দেখছেন না সমালোচকরা। যদিও এ ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।