English

22 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

সর্বকালের সেরার তালিকায় শাহরুখ খান

- Advertisements -

নাসিম রুমি: ব্রিটিশ সাময়িকী ইমপায়ার প্রকাশিত ‘সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর’ তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। হলিউড তারকা আল পাচিনো, মরগান ফ্রিম্যান, ডেনজেল ওয়াশিংটন, মেরিল স্ট্রিপ, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যানদের সঙ্গে একমাত্র ভারতীয় তারকা হিসেবে এ তালিকায় রয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

এক ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দাদলানি লিখেছেন, ‘ভারতের একমাত্র মানুষ, যিনি আমাদের সব সময় গর্বিত করেন।’ সাময়িকীটি লিখেছে, ‘চার দশকের ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর কোটি কোটি অনুসারী রয়েছে। অসামান্য নৈপুণ্য ও দক্ষতা ছাড়া এটা অর্জন করা যায় না। তিনি সব ঘরানার সিনেমায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন; এমন কিছু নেই যে তিনি পারেন না।’

শাহরুখ খান অভিনীত চার সিনেমা সামনে এনেছে খ্যাতনামা ব্রিটিশ সাময়িকীটি। এর মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বানসালির দেবদাস, করণ জহরের মাই নেম ইজ খান, কুচ কুচ হোতা হ্যায় ও আশুতোষ গোয়ারিকরের স্বদেশ। তাঁর ‘আইকনিক সংলাপ’ হিসেবে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার আলোচিত এক সংলাপ তুলে ধরেছে ইমপায়ার; সংলাপটি হলো, ‘জীবন আমাদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে; আর একটি বোমা আমাদের একবারেই মেরে ফেলে।’ যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় একজন ভারতীয় সেনাবাহিনীর মেজরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান; তাঁর সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের পাঠান সিনেমা ২৫ জানুয়ারি সিনেমা হলে আসছে। সিনেমার ‘বেশরম রং’ শিরোনামে একটি গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন।

এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সিনেমাটি বর্জনের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন