নাসিম রুমি: সপ্তাহ খানেক ধরে ‘রাক্ষস’ সিনেমা নিয়ে চর্চা চলছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের অন্দরে। বড় বাজেটের এই দক্ষিণী সিনেমার পরিচালক প্রকাশ বর্মা। প্রযোজনায় মিথরি মুভি মেকার্স। বেশ কয়েক দিন ধরে প্রশান্তের সঙ্গে রণবীরের মতের অমিলের জেরে সিনোমর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন নির্মাতারা। এবার কার্যত সিলমোহর পড়ল তাতে। সিনেমা বন্ধের বিবৃতি জারি করা হল প্রযোজনা সংস্থার তরফে।
সূত্রের খবর, সিনেমার শুটিংয়ের তিন দিনের মাথায় আচমকা সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা বলেন রণবীর। প্রশান্তের সঙ্গে ছবি সংক্রান্ত সৃষ্টিমূলক বিষয়ে মতবিরোধ হয় অভিনেতার।
এও খবর মিলেছে, প্রশান্তের সঙ্গে কাজ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন রণবীর। অন্য একটি তেলুগু সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন প্রশান্ত। কিন্তু রণবীরের উৎসাহ দেখে সেই সিনেমা স্থগিত রেখে ‘রাক্ষস’-এর কাজ শুরু করেন।
নির্মাতার বিবৃতিতে জানানো হয়েছে, এই সিনেমার জন্য এটা সঠিক সময় নয়।
তবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তারা। পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে, প্রাক-স্বাধীনতার সময়ের গল্প ‘রাক্ষস’। সিনেমার বাজেট নির্ধারিত হয়েছিল প্রায় ৩০০ কোটি।