ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ সুস্মিতা দে। ব্যক্তিগত জীবনে অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান। কয়েক মাস আগে বাগদান সারেন তারা। কয়েক বছরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। এরই মধ্যে অনির্বাণ জানালেন, ‘ভেঙে গিয়েছে তাঁদের সম্পর্ক।’
অনির্বাণ রায় তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। তাতে তিনি লেখেন, ‘সুস্মিতা দে প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।’
খুব অল্প সময়ের মধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে মর্মাহত সুস্মিতার ভক্তরা। যদিও পরে পোস্টটি মুছে ফেলেন অনির্বাণ। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম সুস্মিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু ফোন রিসিভ করেননি তিনি। এমনকি এ ব্যাপারে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি সুস্মিতা।
তবে এবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন সুস্মিতা। ভগবান কৃষ্ণকে নিয়ে কয়েকটি স্টেটাস শেয়ার করেছেন। যেগুলো দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে, মন ভাঙার যন্ত্রণা প্রকাশ পেল।
সুস্মিতার ইনস্টা স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে লেখা, ‘কখনো কখনো কৃষ্ণ আমাদের পরিস্থিতি ঠিক করতে পারেন না। কিন্তু, আমাদের হৃদয়ের পরিবর্তন করার চেষ্টা করেন।’ সুস্মিতার পরবর্তী পোস্ট, ‘আমি একটা জিনিস জানি, কৃষ্ণ কোনো দিন আমার হাত ছেড়ে দেবে না।’ আরও একটি পোস্ট শেয়ার করে সুস্মিতা বলেছেন, ‘প্রত্যেকের জীবনই একজন বিশেষ ব্যক্তি থাকে। আমার জীবনে রয়েছে ভগবান কৃষ্ণ।’
কিছুদিন আগে সুস্মিতা দে বলেছিলেন, ‘আমাদের বাগদান হয়েছে। তবে বিয়ের এখনো কয়েক বছর বাকি।’ জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। এতে অনির্বাণকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সুস্মিতা। এ অনুষ্ঠানেও অনির্বাণকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।