English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সমালোচনার মুখে ‘তুমি আছো তুমি নেই’: দীঘির বিরুদ্ধে মামলা করবেন নির্মাতা ঝন্টু!

- Advertisements -

শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ১২ মার্চ মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘তুমি আছো তুমি নেই’। বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।

সম্প্রতি এর ট্রেলার প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ছবিটি। নেট দুনিয়ার অনেকেই পরিচালক ঝন্টু এবং দীঘির সমালোচনা করেছেন। দীঘি নিজেও একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিরুপ মন্তব্য করেছে। এ নিয়ে খেপেছেন ঝন্টু। তার বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন বরেণ্য এই নির্মাতা।

এক ভিডিও সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘চলচ্চিত্রটি ১২ তারিখ মুক্তি পাচ্ছে। এ নিয়ে অনেক কথাই বলার ইচ্ছে ছিল। কিন্তু গত দু’একদিন আগে ইউটিউবে দেখলাম, ছবির নায়িকা ছবিটি নিয়ে কয়েকটি কথা বলেছে, যা শুনে আমি মর্মাহত হয়েছি। সে বলেছে, চলচ্চিত্রটি সুন্দর না। এর গল্পটি যেন কেমন। ছবিটি মনে হয় না ভালো যাবে। বলতে গেলে, চলচ্চিত্রটি ভালো না এই ধরনের একটা মন্তব্য করেছে সে। কিন্তু আমার শুটিং করার সময়, সে আমাকে বলতো- আংকেল কি সুন্দর সংলাপ, ছবিটি খুব ভালো যাবে। ডাবিং করতে এসেও সে বলে, ছবিটি খুব ভালো যাবে।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ করে দু’দিন আগে সে বলে, ছবিটি ভালো যাবে না। নিশ্চিত এখানে কিছু ঝামেলা আছে। এ বিষয়টি কি সে নিজে থেকেই বলেছে নাকি তাকে দিয়ে কেউ বলিয়েছে, আমি বুঝতে পারছি না। দীঘি এই ছবিটি নিয়ে আজেবাজে সমালোচনা করেছে। এই সাহস সে কোথা থেকে পেল। কেউ হয়তো এই সাহসটা তাকে দিয়েছে। নাহলে ওর মতো ছোট্ট একটা মেয়ে এই সাহস পায় না। আমি মনে করি, তার কথা শুনে অনেক দর্শকরা বিমুখ হয়ে যাবে। ছবির নায়িকাই যখন বলছে ছবিটি চলবে না। তাহলে ছবিটি দেখে কি করব।

দীঘির বিরুদ্ধে মামলা করার প্রসঙ্গে গুণী এই নির্মাতা বলেন, ‘তাহলে তো ওর জন্য আমার এক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে! ছবিটি বানাতে ৭০-৮০ লাখ টাকা গেছে। আমি ব্যবসা করলে আরও ৩০-৪০ লাখ পেতাম! আমি মনে করি, আমার ছবিটি তো চলবে না। আমি তো ওর নামে মানহানি মামলা করব। আজ-কালকের মধ্যে হাইকোর্ট থেকে উকিলের নোটিশ চলে যাবে। আমি তো ওকে ছাড়বো না, যেভাবেই হোক আমি ওকে ছাড়বো না। এবং ওর সঙ্গে ওর মামা জড়িত। সে কি করে বলে ২০ লাখ টাকা দিয়ে ছবি হয় না। সে কি চলচ্চিত্রের লোক। সে জানে আমি কে? আমি দেলোয়ার জাহান ঝন্টু ২০ লাখ টাকা দিয়েও সিনেমা বানিয়েছি আবার ২০ কোটি দিয়েও সিনেমা বানিয়েছি। ২০ লাখ টাকার সিনেমা সুপারহিট হয়েছে, ২০ কোটির ছবি ফ্লপ খেয়েছে। ও কোথা থেকে এসেছে ওর ভাগনির জন্য কথা বলতে। কে শিখিয়েছে ওকে, কে তাকে কানপরা দিয়েছে। কেউ বাঁচবে না। আমি সবার পেছনে যাবো। ওদের দু’জনের কাছে আমার উকিল নোটিশ যাবে। আমার এক কোটি টাকার ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে।’

ঝন্টু আরও বলেন, ‘এই ছবির পরিচালক আমি। আমি মনে করি, দীঘির বক্তব্যে আমার মানহানি হয়েছে। আমি ওদের দু’জনার নামে মানহানির মামলা করবো। যদি ওরা এখান থেকে বাঁচতে পারে, তবে হবে আর আমি যদি ওদের শাস্তি দিতে পারি, দেবো। নয়তো আমি দুঃখ পাবো। দেশের আইন আছে, আদালত আছে। প্রযোজকরাও ক্ষুন্ন হয়েছে যে ছবির নায়িকা দীঘি সে কি করে বলে, ছবিটি চলবে না।’

‘তুমি আছো তুমি নেই’ ছবিটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। আরও আছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন