‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘লভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘হত্যা’, ‘তাকতবর’- ৮০ ও ৯০ দশকে এ সিনেমার অভিনেত্রী নীলম কোঠারি সোনি। ডাক নাম নীলম। বলিউড সিনেমায় সুপারহিট তকমাধারী এই অভিনেত্রী নাকি সমকামী!
নিজের ব্যাপারে এমন গুজবে কার্যত বিকারহীন নীলম। সময়ের সঙ্গে নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেওয়ার পর এমন গুজবে আসলে রাক বা ক্ষোভ দেখানোর সময় নেই তার। নিজেই বলেছেন এ কথা।
নীলম আরও বলেন, ‘আমি নাকি আসলে সমকামী। যখন আমি নিজেকে নিয়ে এই কথা শুনলাম, আমি ভাবলাম এ ভাবেই হয় তো গুজব ছড়ায়। এই কথাটা কোথাও লেখা হয়নি। এক জনের মাধ্যমে আমার কাছে আসে।’
২০১১ সালে অভিনেতা সমীর সোনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নীলম। এরপর থেকে তাকে বলি পর্দায় দেখা যায়নি। সম্প্রতি তিনি ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ নামে একটি প্রজেক্টে অভিনায় করছেন। এতে আরও দেখা যাবে চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ এবং সোহেল খানের স্ত্রী সীমা খানকে। ইতিমধ্যেই সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন